আমার ছোট্ট পৃথিবীতে সবার আমন্ত্রণ রইল।আমি আপনাদের বলব আমার পৃথিবীর গল্প।চলুন তাহলে আমার সাথে।
আমার পৃথিবী:
আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে।আমি ও ভালো আছি।বাইরের পরিবেশ এখন অন্য রকম।চেনা পরিবেশ আজ বিলুপ্ত।সেই একে অপরের সঙ্গে মজা করা, খুনসুটি করা, আড্ডা দেওয়ার মূহুর্ত গুলো এখন অতীত।সমাজিক বন্ধন টা আপাতত বন্ধ। তবে আশা করি খুব দ্রুত সব কিছু সুস্থ হয়ে আসবে, আমাদের পৃথিবী টা আবার হাস্যউজ্বল, স্নিগ্ধময় প্রকৃতির ছোঁয়া পরিপূর্ণতা পাবে।
একটি গোলাপ
আমার নিজের পৃথিবী টা খুব ছোট্ট।আমি আমার জগতে বেশ আছি।আমার ছোট্ট একটি সুন্দর সংসার, যেটা আমার কাছে খুব প্রিয়। আমি আমার প্রিয় মানুষ টিকে নিয়ে ভীষণ সুখী।তবে আমি কেবল সংসারের মধ্যেই আটকে নেই।আমি পড়াশোনা করতে ভালোবাসি,লিখতে ভালোবাসি।সংসারের কাজ গুলো সুসম্পন্ন করে, আমার পড়াশোনা র জগতে আমি প্রবেশ করি।এই জগত্ টাই আমাকে প্রাণবন্ত করে রাখে।জীবনে যা চেয়েছি, তার থেকে অনেক কিছু পেয়েছি।আবার অনেক হারিয়ে ফেলেছি। যেগুলো হারিয়েছি তার জন্য তো অবশ্যই মাঝে মাঝে মন খারাপ লাগে।তবে এখন আমি নিজেকে খুঁজে পেয়েছি। যেটা একটা মানুষের বেঁচে থাকার জন্য ভীষণ প্রয়োজন।নিজেকে না জানতে পারলে এ জীবন বৃথা।
আমি আমার জীবনের সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ই এখানে এসেছি।এখন আমি বেশি ভাগ সময় ই একা থাকি,কিন্তু একটা সময় কারও সঙ্গে কথা না বলতে পারলে খুব কষ্ট হতো।এই কষ্ট এবং একাকিত্ব থেকে মুক্তি পাবার জন্য আমি পড়াশোনা র জগতে প্রবেশ করেছি।কারণ কোনও কিছুর জন্য ই জীবন থেমে থাকে না,কেউ যদি নিজের জীবন কে নিজে না থামায়।
আমি লেখা লিখির সঙ্গে মানুষ কে প্রেরণা দিই।সব সময় চেষ্টা করি সবার সঙ্গে ইতিবাচক চিন্তাধারায় কথা বলতে। চারিদিকে বেশিরভাগ মানুষই হতাশা গ্রস্ত। সবাই যেন গভীর চিন্তায় মগ্ন।আমি এমন কাউকে দেখলে তাঁকে একটু হাসানোর চেষ্টা করি।তাঁর সমস্যা টা বোঝার চেষ্টা করি।
জীবন টা খুব ই সুন্দর, এই সুন্দর জীবন টা হেলায় নষ্ট করা উচিত নয়।
আমি আমার জগতে কেবল আমার কথাই বলব না। আপনাদের কথাও বলব, আমার যেটুকু স্নেহ ভরা ভালবাসা ময় কথা আছে, সেটা দিয়েই আমি চেষ্টা করব, আপনাদের রোজকার জীবনে যাতে কাজে লাগে তেমন কিছু কথা বলার।
আজ আমার আপনাদের সঙ্গে প্রথম পরিচয়,তাই এই মূহুর্তে এই পর্যন্ত ই থাক। এখন আমি একটু রান্না করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে বিকাল বেলা। আপনারা সকলেই খুব ভালো থাকুক, সুস্থ থাকুন এই প্রার্থনা করি বন্ধুরা।
ধন্যবাদ 😊😊
Welcome to blog!! Good luck!! 😄💕
উত্তরমুছুন